আমাদের অর্জন সমূহ
সাম্প্রতিক বছর সমূহের প্রধান অর্জন সমূহঃ
“সমন্বিত শিক্ষাতথ্য বিনির্মাণ এবং মানসম্মত আইসিটি প্রশিক্ষণ প্রদান” এ ভিশন নিয়ে উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই), দেবীগঞ্জ, পঞ্চগড় কাজ করে যাচ্ছে।
পরিসংখ্যান ডাটা সংগ্রহ: ইউআইটিআরসিই, দেবীগঞ্জ, পঞ্চগড় গত ২০১৮, ২০১৯, ২০২০, ২০২১ , ২০২২ এবং ২০২৩ সনে ব্যানবেইস কর্তৃক পরিচালিত অনলাইন জরিপের মাধ্যমে প্রতিবছর দেবীগঞ্জ উপজেলার প্রায় ৯৮টি পোস্ট প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপের প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ যথাসময়ে সম্পন্ন করে। এছাড়া এই ৯৮ টি পোস্ট প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানের GIS এর ডাটা হালনাগাদকরণ সম্পন্ন করেছে। মাধ্যমিক পর্যায়ের (৬ষ্ঠ-১০ম) ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের তথ্য যথাসময়ে হালনাগাদের কাজ ও প্রতি বছর করে থাকে ।
আইসিটি বিষয়ক প্রশিক্ষণ: গত তিন বছরে ইউআইটিআরসিই, দেবীগঞ্জ, পঞ্চগড়, এ প্রাথমিকোত্তর স্তরের ২০১৬, ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০, ২০২১, ২০২২ , ২০২৩ এবং ২০২৪ মা সনের জুন মাস পর্যন্ত দেবীগঞ্জ উপজেলা এবং পাশ্ববর্তী বোদা উপজেলার সর্বমোট ৮৬ টি প্রশিক্ষণ ব্যাচে ১৫ দিন ব্যাপী বেসিক আইসিটি বিষয়ে প্রশিক্ষণ ,,“কম্পিউটার হার্ডওয়ার মেইন্টেনেন্স, ট্রাবলশুটিং ও নেটওয়ার্কিং” মডিউল বিষয়ক প্রশিক্ষণ এবং Interactive Online Teaching and Live Class Management বিষয়ক প্রশিক্ষণ কোর্সে মোট ২০৬৪ জন শিক্ষককে প্রশিক্ষণ দেয়া হয়েছে।
ই-সেবা: ইউআইটিআরসিই, দেবীগঞ্জ, পঞ্চগড় গত ২০১৬, ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০, ২০২১, ২০২২ , ২০২৩ এবং ২০২৪ সনে ৬০৮ জন শিক্ষক ও শিক্ষার্থীকে লোকাল সাইবার সেন্টারের মাধ্যমে বিনামূল্যে বিভিন্ন ধরণের ই-সেবা প্রদান করেছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস